পয়লা বৈশাখ বাঙালির সম্প্রীতির দিন, মহামিলনের দিন- শুচি

আজ পয়লা বৈশাখ; বাংলা নববর্ষ ১৪৩১ সালের প্রথম দিন। নববর্ষে জেলাবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা মহিলাদলের সাধারন সম্পাদক মাসউদা আফরোজ হক শুচি।

তিনি সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে সারা বছরের দুঃখ-জরা, মলিনতা ও ব্যর্থতাকে ভুলে সবাইকে নব-আনন্দে জেগে ওঠার উদাত্ত আহ্বান জানিয়েছেন।

তিনি আরও বলেন, ‘পয়লা বৈশাখ বাঙালির সম্প্রীতির দিন, বাঙালির মহামিলনের দিন। এদিন ধর্ম-বর্ণ নির্বিশেষে সমগ্র জাতি জেগে ওঠে নব প্রাণে, নব-অঙ্গীকারে।।’

শুচি বলেন, বিগত বছরের গ্লানি, পুরোনো স্মৃতি, দুঃখ-বেদনা, অসুন্দর ও অশুভকে ভুলে গিয়ে নতুন প্রত্যয়ে আমরা এগিয়ে যাব—এবারের নববর্ষে এ হোক আমাদের প্রত্যয়ী অঙ্গীকার। কবি গুরুর ভাষায়, ‘যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি/যাক অশ্রু বাষ্প সুদূরে মিলাক, যাক যাক/এসো, হে বৈশাখ এসো, এসো...’।

প্রেসনোট/এপি।।