নিমতলা মোড়, চাঁপাইনবাবগঞ্জ, ০১৭১৫-৯৭৫০৮৫
প্রকাশিত হয়েছে: বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫ - ৫:০১ অপরাহ্ন
জেলার গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় মতিন মন্ডল (৫০) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে রহনপুর-যাতাহারা সড়কের ডোবার মোড়ে এ সড়ক দুর্ঘটনা ঘটে। তিনি উপজেলার রাধানগর ইউনিয়নের চাড়ালডাঙ্গা গ্রামের শ্রী জটলা মন্ডলের ছেলে।
পরিবারিক সূত্রে জানা যায়, মতিন মন্ডল বাসা থেকে মোটরসাইকেলে যাতাহারা যাচ্ছলেন। পথে ডোবার মোড় এলাকায় পৌঁছালে তার মোটরসাইকেলের সাথে ট্রলির সংঘর্ষ হয়। পরে গুরুরত আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা স্বীকার করেছেন গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইস উদ্দিন।