29 May 2017
g+ tw Chapaibarta Faceook Page
Chapaibarta.com


নাচোলে আবারো মোটরসাইকেল চুরি, আটক ৫

Published:  
নাচোলে আবারো মোটরসাইকেল চুরি, আটক ৫

নিজস্ব প্রতিবেদক, নাচোল প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আবারো মোটর সাইকেল চুরি ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বেলা ১১টায় নাচোল উপজেলা পরিষদের রেষ্টহাউস থেকে ১টি কলাপাতা রংগের ১০০ সিসির ডিসকোভারী মোটর সাইকেল চুরি হয়। উপজেলা পরিষদের ষ্টাফ জিয়াউর রহমান জিয়ার মোটর সাইকেল রেখে দোতালায় কাজ করছিলো। এসময় চোরেরা মোটরসাইকেলটি চুরি করেই সটকে পড়ে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৫ জনকে আটক করেছে পুলিশ ।

আটককৃতরা হলো, নাচোল পৌর এলাকার রাইসমিল পাড়া খবির উদ্দিনের ছেলে শুকুর আলী(২১),পন্ডিতপুর গ্রামের ইলিয়াস আলীর ছেলে ইয়াসিন আলী (২০),মোমিন পাড়ার মুসলিম আলীর ছেলে মুফাজ্জল হোসেন (২২), স্কুল পাড়ার সাইদুল ইসলামের ছেলে হাসিবুল হোসেন (১৯) ও নওগাঁ জেলার রানী নগর থানার গহেলাপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে রিপন (২৬)। ইদানিং নাচোলে মোটর সাইকেল ও গরু চুরির ঘটনা বেড়ে যাওয়ায় কৃষকরা রাত জেগে গোয়াল ঘরে পাহারা দিচ্ছে। অপরদিকে প্রতি সপ্তাহে মোটর সাইকেল একের পর এক চুরি ঘটনায়  নাচোল থানার আইন শৃংখলা পরিস্থিতি চরম ভাবে বৃদ্ধি পেয়েছে।

এ ব্যাপারে সচেতন মহল মনে করছেন পুলিশী তৎপরতা বৃদ্ধি করা না হলে এলাকায় চুরি ডাকাতির ঘটনা আরো বৃদ্ধি পাবে বলে তারা মনে করছেন।