30 March 2017
g+ tw Chapaibarta Faceook Page
Chapaibarta.com


নাচোলে আবাস'র উদ্যোগে শীত বস্ত্র বিতরণ

Published:  12 January 2017
নাচোলে আবাস'র উদ্যোগে শীত বস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক, নাচোলঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বেসরকারী উন্নয়ন সংস্থা আবাস'র উদ্যোগে দুস্থ: ও হতদরিদ্রদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার  বেলা ১১টায় নাচোল উপজেলার ভাতসা উচ্চ বিদ্যালয় চত্বরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। আবাস'র নির্বাহী পরিচালক খাইরুল ইসলাম সভাপতিত্বে শীত বস্ত্রবিতরণী সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের।

বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান মজিবুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুন নঈম মুন্নি, সমাজ সেবা অফিসার জিয়াউর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য মেসবাউল হক, সোনাভান বেগম ও প্রধান শিক্ষক রেজাউল হক, সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি কাবুল হোসেনসহ আবাস'র কর্মকর্তা কর্মচারীবৃন্দ।সর্বশেষ খবর