পারভেজ হত্যায় জড়িতদের গ্রেপ্তার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন

বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রাইম এশিয়ার শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজ হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। সোমবার দুপুরে শহরের নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের আহ্বায়ক ইউসুফ আলী রাজা, নবাবগঞ্জ সরকারি কলেজ ছাত্রদল নেতা, হাসান মাহমুদ, আমির হাসান জীবন এবং মুনায়েম ইসলাম বক্তব্য দেন। বক্তারা বলেন, প্রাইম এশিয়ার শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজ হত্যায় জড়িতদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।
এর আগে শনিবার বিকালে রাজধানীর বনানীতে বেসরকারি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কিছু শিক্ষার্থীর মধ্যে বিবাদের জেরে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২২৩ ব্যাচের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজকে ছুরি মেরে হত্যা করা হয়।
চাঁপাইবার্তা/এম।।