ভুট্টা ক্ষেতের আড়ালে গাঁজার চাষ, চাষী গ্রেপ্তার

জামালপুরের মেলান্দহে ভুট্টা ক্ষেতের আড়ালে গাঁজা চাষ করার অপরাধে জ্যান্ত গাঁজা গাছসহ এক গাঁজা চাষীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। আটককৃত গাঁজা চাষী সাইফুল ইসলাম (৪৮) উপজেলার চরবানী পাকুরিয়া ইউনিয়নের ভাঙ্গনী ডাঙ্গা গ্রামের মৃত নাদের সরকারের ছেলে।
বুধবার (৯ এপ্রিল) দুপুরে এমন তথ্য নিশ্চিত করেছেন জেলা গোয়ান্দা শাখা -১ এর অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুস সাকিব। তিনি জানান, মঙ্গলবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে মেলান্দহ থানাধীন ৭ নং চরবানী পাকুরিয়া ইউনিয়নের ভাঙ্গনী ডাঙ্গা গ্রামের সাইফুল ইসলামের ভুট্টা ক্ষেতে অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা শাখা। জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) মোঃ আবু বকর সিদ্দিক ও এসআই (নিঃ) মোঃ আব্দুল আউয়ালের নেতৃত্বে ভুট্টা ক্ষেতে রোপণকৃত দুটি গাঁজা গাছ জব্দ করা হয় এবং গাঁজা চাষী সাইফুল ইসলাম কে আটক করা হয়। জব্দকৃত গাঁজা গাছের ওজন ১ কেজি ৫০০ গ্রাম। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাইফুল ইসলাম গাঁজা চাষ ও ক্রয়-বিক্রয়ের কথা স্বীকার করেছেন।
এ বিষয়ে নিয়মিত মামলা রুজু পূর্বক আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ প্রক্রিয়াধীন আছে। তিনি আরও জানান, জামালপুর জেলায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়ন করতে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম সেবা এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করছে।
চাঁপাইবার্তা/জেকে।।