09 December 2016
g+ tw Chapaibarta Faceook Page
Chapaibarta.com
গোমস্তাপুরে উদ্দীপনের গ্রাহককে মৃত্যুবীমার দাবীর চেক প্রদান

গোমস্তাপুরে উদ্দীপনের গ্রাহককে মৃত্যুবীমার দাবীর চেক প্রদান

নিজস্ব প্রতিবেদক, গোমস্তাপুরঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বেসরকারী উন্নয়ন সংস্থা উদ্দীপনের সম্প্রতি মৃত্যুবরণকারী সদস্য জেলেখা বেগমের পরিবারকে মৃত্যু বীমার দাবীর চেক প্রদান করা হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে ষাড়ব্রুজ মধ্যপাড়ায় আয়োজিত এক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  উদ্দীপন,চাঁপাইনবাবগঞ্জের আরএসডিও,জিএম গোলাম মোস্তফা। প্রধান ও বিশেষ অতিথি উপস্থিত ছিলেন যথাক্রমে রহনপুর ইউ পি চেয়ারম্যান শাহজাহান আনসারী মামলত ও  উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম। বক্তব্য রাখেন, উদ্দীপন, চাঁপাইনবাবগঞ্জের আঞ্চলিক অর্থ ব্যবস্থাপক সাইফুল ইসলাম, শাখা ব্যবস্থাপক নায়েব আলী ও ইউপি সদস্য মোঃ আলাউদ্দীন। পরে মৃতের স্বামী শুকুরদ্দীন কে ১০ হাজার ৮শ ৪০ টাকার চেক প্রদান করা হয়।

অনুষ্ঠান পরিচালনা করেন উদ্দীপন রাজশাহী অঞ্চলের আঞ্চলিক বীমা কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম।

এ বিভাগের আরও খবর