22 January 2017
g+ tw Chapaibarta Faceook Page
Chapaibarta.com
রাজশাহী বিশ্ববিদ্যালয় উপাচার্যের সঙ্গে জাপানী অধ্যাপকের সৌজন্য সাক্ষাৎ

রাজশাহী বিশ্ববিদ্যালয় উপাচার্যের সঙ্গে জাপানী অধ্যাপকের সৌজন্য সাক্ষাৎ

রাজশাহী : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিনের সঙ্গে জাপানের কিউসু ইনস্টিটিউট অব টেকনোলজি (কেআইটি)-এর অধ্যাপক হিরোইকি কুরাতা সৌজন্য সাক্ষাৎ করেছেন। রবিবার দুপুরে উপাচর্যের অফিস কক্ষে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতকালে তাঁরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও গবেষণা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। অধ্যাপক কুরাতা রাজশাহী বিশ্ববিদ্যালয় ও কেআইটি’র মধ্যে বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিষয়ে গবেষণা কার্যক্রমে লিঙ্কেজ স্থাপন প্রসঙ্গেও আলোচনা করেন।

এসময় সেখানে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর শামীম আহমদ, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক মশিহুর রহমান, কেআইটিতে পিএইচডি গবেষণারত বাংলাদেশের শিক্ষার্থী এবিএম শামীম উল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও খবর